খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গা নিঝুমপুর আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ডুমুরিয়া আশা জোনাল কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ছিলেন বলে জানা যায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বেসরকারি সংস্থা আশার কর্মকর্তা রফিকুল ইসলাম খুলনা মহানগরীর খালিশপুরে বসবাস করতেন। রোববার রাতে অফিস শেষে তিনি ডুমুরিয়া উপজেলা সদরের নিজ অফিসে কাজ শেষে মোটরসাইকেলযোগে খালিশপুরের বাসার উদ্দেশে রওনা দেন। রাত ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গা নিঝুমপুর আবাসিক এলাকার সামনে ট্রাক বা যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। রাত পৌঁনে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, নিহত আশা কর্মকর্তা রফিকুল ইসলামের বাড়ি বরিশালে। আশার লোকদেরও খবর দেয়া হয়েছে বলে জানান তিনি।