কম দাম, উন্নত মান এবং শ্রমিকদের কাজের দক্ষতার কারণে বাংলাদেশের পোশাক খাত বিদেশি ক্রেতাদের আগ্রহের শীর্ষে অবস্থান করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ম্যাকেঞ্জি অ্যাপারেল।
এ অবস্থান আরো অন্তত পাঁচ বছর থাকবে বলে জানিয়েছে তারা।
এক জরিপে তারা বলছে, ৪৯ ভাগ ক্রেতার পছন্দের শীর্ষে বাংলাদেশ। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ইথিওপিয়া, তৃতীয় মিয়ানমার, চতুর্থ ভিয়েতনাম আর ভারতের অবস্থান পঞ্চম।
২০১১ সাল থেকে পোশাক খাতের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে আসছে ম্যাকেন্সি অ্যাপারেল। দুই বছর পরপর বাজার পরিস্থিতি নিয়ে জরিপ চালায় প্রতিষ্ঠানটি।
জরিপের পর পোশাক খাতে উচ্চ প্রবৃদ্ধির জন্য অবকাঠামো উন্নয়ন, গ্যাস সংযোগ, চট্টগ্রাম বন্দরের জটিলতা দূর করার তাগিদ দেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশে রপ্তানি আয়ের ৮০ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে। গত অর্থবছরে এ খাতে রপ্তানি আয়ের পরিমাণ ২ হাজার ৮১৫ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রপ্তানি হয়েছে ৫৫২ কোটি ডলার। ২০২১ সাল নাগাদ এ খাতে সরকারের রপ্তানির লক্ষ্য ৫০ বিলিয়ন ডলার।