মানিকগঞ্জের শিবালয়ের ঢাকা-আরিচা মহাসড়কে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
শিবালয় থানার উপপুলিশ পরিদর্শক আব্দুল জলিল দুর্ঘ্টনায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার ঢাকাগামী সাউদিয়া পরিবহনের একটি বাস আড়পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। আহত হয় ১০ জন।
আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।