গাধা মেলায় রাম রহিম এবং হানিপ্রীত- জোড়ায় দাম উঠল ১১ হাজার টাকা! আর এই দামেই তাদের মেলায় বিক্রি করে দিলেন হরিওম প্রজাপত।
এই রাম রহিম সিংহ এবং হানিপ্রীত আদতে এক জোড়া গাধার নাম। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বার্ষিক ‘গাধা মেলা’য় তাদের বিক্রি করা হয়েছে ১১ হাজার টাকায়।
সাধারণ ভাবে, জাত, বংশ, শারীরিক কাঠামো- এ সবের মাপকাঠিতে গাধার দাম ঠিক হয় মেলায়। তবে, বিক্রির জন্য অনেক সময় গাধাগুলিকে বাজারে চালু এবং জনপ্রিয় নামও দেওয়া হয়ে থাকে। যেমন, অনেক গাধার নাম দেওয়া হয়েছে, ‘জিও’, ‘বাহুবলী’, ‘জিএসটি’, ‘সুলতান’।
গুজরাট থেকে গাধা দু’টি কিনেছিলেন বিক্রেতা হরিওম প্রজাপত। তিনি ২০ হাজার টাকা দাম চেয়েছিলেন। কিন্তু, সেই দামে গাধা দু’টি বিক্রি না হওয়ায় শেষ পর্যন্ত ১১ হাজারেই বেচে দেন হরিওম।
কিন্তু কেন তিনি গাধা দু’টিকে এমন নাম দেওয়া হল? হরিওমের জবাব, কৃতকর্মের ফল ওই দু’জনকে ভুগতে হবে, এই বার্তা দিতেই এই নামকরণ।