গত ৪ এপ্রিল ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ খাজা রোড পাক্কা দোকান নিবাসী নুরুল্লার বাড়ী গাজী কলোণীতে বসবাসকারী ক্যান্সার রোগী ছকিনা বেগমকে চিকিৎসার জন্য সমাজসেবা অধিদফতরের কাছ থেকে অনুমোদন পাশ করে ৫০,০০০ হাজার টাকার চেক প্রদান করেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলিগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলম ভাই, তাছাড়া তিনি সমাজের তথা এলাকার বিত্তবান লোকদের ছকিনা বেগম এর চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। ফোনে যোগাযোগের নাম্বার-০১৮২৯৩৩১৫৮৯, তাছাড়া কেউ সাহায্য পাঠাতে চাইলে এই সঞ্চয়ী হিসাব নম্বরে সাহায্য করতে পারেন-‘ পূবালী ব্যাংক লিমিটেড,বহদ্দারহাট শাখা, সঞ্চয়ী হিসাব ০৬৮৭১০১১৭৭০৯৪